Arambagh Times
কাউকে ছাড়ে না

জীবনটা ফুলদানিতে সাজানো
একটা ফুলের তোড়া নয় ।
এই গদ্যময় জীবনে কবিতা
আর কোনো ছায়া ফেলে না ।
আমি গতিশীল জীবনকে আঁকড়ে
বেঁচে থাকার রসদ খুঁজি ।
কমিক‍‍্স্ পড়ে আনন্দের –
স্বাদ মেলে না আর ।
রূপকথার – গল্পে পাই না
কোনো কল্পনার ছোঁয়া।
তোমাদের – বিলাসিতার মোড়কে-
হাঁপিয়ে ওঠে প্রাণ ।
তোমাদের হাই-থটের গাম্ভীর্য —
এই মিডিয়কার জীবনে-
বড় বেমানান ।

  • * * *

সাধ সাধ্যের মধ্যে-
থাক্ না গভীর ব্যবধান ।
তবুও চোখ থেকে সরিয়ে-
ফেলতে চাই বিষন্নতার আস্তরণ ।
জীবন রেশমী কাপড়ের মতো
মসৃন নয় জানি ।
তবুও ——-
কেউ কি পারেনা ফিরিয়ে দিতে
এই রিক্ত শুন্য জীবনে-
রূপোলি ভোরবেলা ?
কিংবা – শান্ত , স্নিগ্ধ
শেষ রাতের সোনালি চাঁদ ?
যে জীবনে বেহাগের সুর-
গেছে থেমে —তাতে-
বাজে-না কী কোনো ললিতের ছন্দ ?

  • * * *

জীবনে এমন একটা মুহূর্ত আসে-
যখন সবকিছুকে নতুন মনে হয় ।
জীবনটা একটা প্রবাহ , জীবনটা বাস্তব ।
নদীর জোলো বাতাসে কবিতার-
ভাইরাস ঘুরে বেড়ায় ।
যশ , খ্যাতি সবই মোহময় জীবনের –
নীরস হাতছানি ।
তবুও জীবন হয়ে ওঠে কাব্যময় ।
খুঁজে পাই সৃষ্টির প্রেরণা ,
পথ চলার অপার আনন্দ ,
সাতরঙা রামধনুর রঙে
রঙ্গীন , স্বপ্নময় , উচ্ছল ।

————————- * ——————————

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.