Arambagh Times
কাউকে ছাড়ে না

সুচিন্ত গোস্বামী : আমি ২০২১ সালের ফেব্রুরী মাসে বারুইপুরের এক সভায় প্রমাণ সহ বলেছিলাম থাইল্যাণ্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি ব্যাঙ্কের শাখায় কয়লা মাফিয়ারা রুজিরার অ্যাকাউন্টে ভাটে টাকা পাঠাতো। দাবি করলেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে বাঁকুড়া শহরে এক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক পত্নির বাড়িতে গিয়ে সিবিআই জেরা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, ‘ভাইপো’ আমার নামে অনেক মানহানির মামলা করলেও এবিষয়ে সাহস পায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘উনি প্রধানমন্ত্রী হবেন! আর এখন রাষ্ট্রপতি ঠিক করতে গেছেন’। তবে যে যাই করুক এন.ডি.এ প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলেও তিনি দাবি করেন। রাজ্যে এই মুহূর্তে ৩০ লক্ষ শূণ্যপদ। আমি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভার সদস্য থাকাকালীন অমিত মিত্রের পরামর্শে ৬ লক্ষ পদের অবলুপ্তি ঘটিয়ে ৬০ লক্ষ অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে। যারা বেশীর ভাগ কারো না কারো ‘গার্লফ্রেণ্ড’ বলে তিনি দাবি করেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী ১০ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন বলে শুভেন্দু অধিকারী জানান। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের আট বছর পূর্তি উদযাপন ও রাজ্যকে সন্ত্রাস, খুন, ধর্ষণ থেকে মুক্তি দেওয়ার ডাক দিয়ে এদিন বাঁকুড়া শহরে মিছিল ও সভা করে বিজেপির। হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে তামলিবাঁধ ময়দানে এক সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিনের এই কর্মসূচীতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ জেলার দলীয় বিধায়করা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.