Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : রামকৃষ্ণ মিশনের ১২৫ বৎসর পূর্তির দ্বিতীয় পর্বে শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি এক অভিনব অনুষ্ঠান উপস্থাপন করে। হিজলডিহা চারিপার্শ্ব এলাকার ২৫০ শতাধিক আদিবাসী মা ভাই-বোনেদের সম্বর্ধনা জ্ঞাপন করে । প্রথমে আশ্রমের নিবেদিতা সভাগৃহে একটি সভা অনুষ্ঠান হয় । এই সভায় আদিবাসী জনের মধ্য থেকে একজন পুরুষ ও একজন মহিলাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় । সভায় আদিবাসী মহিলাদের পক্ষ থেকেও শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং উপস্থিত বাঁকুড়া রামকৃষ্ণ মঠের পূজনীয় অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দজী মহারাজ কেউ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় । কয়েকজন আদিবাসী বোন আদিবাসী সংগীত পরিবেশন করেন এমনকি আদিবাসী বোনেরা মহারাজের দেওয়া বক্তৃতা সাঁওতালি ভাষায় তর্জমা করেন । পরে দু’দফায় তাদেরকে মধ্যাহ্নভোজনে আপ্যায়িত করা হয়।মধ্যাহ্নভোজন এর সময় প্রত্যেক আদিবাসী মা ভাই বোনেদের চন্দনের ফোটা এবং ফুলের মালা পড়ানো হয় । প্রত্যেককে একটি করে গামছা নারিকেল তেল এবং দুটি করে সাবান উপহার দেওয়া হয় । সবার শেষে প্রত্যেককে ৫১ টাকা করে প্রণামী সম্মান প্রদান করা হয় । উপস্থিত আদিবাসী মা-ভাই-বোনেরা খুবই আনন্দিত । এই ধরনের সংবর্ধনা সভা প্রত্যক্ষ করে মার্কিন প্রবাসী ডক্টর হাসি দাস খুবই আনন্দ প্রকাশ করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.