নিজস্ব প্রতিবেদক:গোঘাটের কামচে গ্রামের কাঁকুড়িয়া এলাকায় ডায়েরিয়ার প্রকোপ দেখা দেওয়ায় স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন তৎপরতার সাথে মোকাবিলা করেছে। এলাকার সমস্ত জলের উৎসের নমুনা সংগ্রহ করে জল পরীক্ষাগারে পাঠানো হয়েছে।চুন ব্লিচিং ছড়িয়ে জল শোধন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গোঘাট গ্রাম পঞ্চায়েত। এলাকার মানুষদেরকে সচেতন করতে পথসভা করে লিফলেট বিতরণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ঐ এলাকায় নজরদারির কাজ করছে ভি.আর.পি দের সাহায্য নিয়ে। এলাকায় একটি কমিউনিটি শৌচাগারের নির্মাণের পরিকল্পনা নিয়েছে গ্রাম পঞ্চায়েত।জলস্বপ্ন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার সচেষ্ট গোঘাট গ্রাম পঞ্চায়েত।