নিজস্ব প্রতিবেদক: গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের বেঙ্গাই -কামারপুকুর রাস্তার অন্তর্গত পি ডব্লু ডি জায়গায় একটি অবৈধ পাকা বাড়ি নির্মাণের কাজ বেশ কয়েক মাস আগে শুরু হয়েছে। বাড়ি তৈরির কাজটি এখন শেষের দিকে। এই অবৈধ নির্মান নিয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন ফার্স্ট ফ্রন্টের জায়গার মালিক মনোরঞ্জন সাঁতরা।যার সামনের জায়গা দখল করে এই অবৈধ নির্মানটি হচ্ছে। তাঁর অভিযোগ , স্থানীয় একটি মিলের শ্রমিক- সভাপতি হাঁসদা পি.ডব্লু.ডি জায়গায়- আমার জমির সামনে আমার যাতায়াতের পথ বন্ধ করে একটি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করে বেশ কয়েক মাস আগে। এই অবৈধ নির্মান নিয়ে আমি আপত্তি জানাই। তিনি আমার আপত্তির কোনো আমল দেননি। তাই বাধ্য হয়ে আমি প্রশাসনের বিভিন্ন স্তরে জানাই। কিন্তু কোনো সহায়তা পায়নি।
অন্যদিকে ,সভাপতিবাবুর সাফাই তাঁকে পি.ডব্লু.ডি থেকে অবৈধ নির্মাণ টি ভেঙ্গে ফেলার জন্য নোটিশ দিয়েছে। তিনি সেই নির্দেশ মানেননি। উপরন্তু তিনি তপঃ উপজাতি সেই সঙ্গে ভূমিহীন হওয়ায় তিনি মহকুমা শাসকের দারস্থ হয়েছেন তার অবৈধ নির্মান টি ভেঙ্গে না ফেলার।
