এবার মরলে মন্ত্রী হব
ওটাই নাকি সহজ দ্বার
চাট-গাঁ থেকে আনব আমার
চিত্রকলার সমঝদার
সকাল-বিকেল আঁকব আমি
সাপের ডানা, ব্যাঙের ক্লোন
চমকে যাবে ডহরবাবু
বিধানসভায় রামমোহন
লক্ষ টাকায় কিনবে যেচে
বিড়লা, টাটা, আম্বানি
অন্য লোকে ঘুষ খেলে খাক
আমার টাকা সাম্মানিক
খাঁচায় রেখে পুষব কবি
বশংবদ নাট্যকার
দেখতে হবে বাকপটু কে
যুক্তিটা অকাট্য কার
তাদের কথায় ভরসা করে
লাইন দেবে ভক্তজন
বইমেলাতে বই বেরোলে
বছরপিছু একডজন
নোবেল পাওয়া আর কী কঠিন?
কতই বা আর দূর অস্কার?
আমার হাতে আমিই নেব
আমার কেনা পুরস্কার