Arambagh Times
কাউকে ছাড়ে না

নিঃ সঃ আরামবাগ পল্লিশ্রীর ‘ করুণাধারা ‘ বাড়ির ঐতিহ্যবাহী ‘ কবিপ্রণাম ‘ যথোচিত মর্যাদায় অনুষ্ঠিত হয় আজ সকালে ।
অধ্যাপক সিতাংশু দত্ত বাহানান বছর আগে এই পারিবারিক কবিপ্রণাম প্রতিষ্ঠা করেন । পরিবারের সদস্যরা আজও সেই ধারা ভহন করে চলেছেন ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি, বিশিষ্ট শিক্ষাবিদ সেখ হাসান ইমাম, কবি সাধন বারিক, অধ্যাপক ডঃ প্রণব দালাল ও অধ্যাপক মুক্তিপ্রকাশ রায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
সংগীতে অংশগ্রহণ করেন কোহিনুর সিংহরায়, সুলেখা ঘোষ প্রকাশ সিংহ রায় , ডঃ শুভ্রাংশু দত্ত, সুজাতা ভট্টাচার্য, প্রণব দালাল, অর্পিতা মাজি , দেবাংশু দত্ত , বিভাংশু দত্ত , স্বপ্না দত্ত, ও তাঁর অসংখ্য ছাত্রছাত্রী।
বক্তব্য রাখেন সেখ হাসান ইমাম, মুক্তিপ্রকাশ রায় ও প্রণব দালাল ।
আবৃত্তি পরিবেশন করেন নুক্তিপ্রকাশ রায়, প্রকাশ সিংহ রায়, দেবলীনা মৈত্র এবং আরও কয়েকজন ।
নৃত্য পরিবেশন করেন ডরোথি হাজরা, আনুষে হাজরা ও গুঞ্জন -এর ছাত্রীবৃন্দ ।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করেন বিভাংশু দত্ত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.