নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রনাম অনুষ্ঠিত হলো হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চুঁচুড়া ঐতিহাসিক রবীন্দ্র ভবনে। সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মুর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পর রবীন্দ্র ভবনে সংগীত, নৃত্য, আবৃত্তির মধ্যে দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রশাসক ডঃ পি দিপ্পাপ্রিয়া, সদর মহকুমা প্রশাসক সৈকত গাঙ্গুলী, অতিরিক্ত জেলা প্রশাসক নকুল চন্দ্র মাহাতো, চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ জেলা প্রশাসক ও সকল স্তরের আধিকারিক বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পাদনা করেন হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক শুভময় মিত্র ও দপ্তরের সমস্ত কর্মীবৃন্দ।