Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: “আম্বানিদের ফাঁদে পড়ে এখন আমাদের ঢোড়া সাপের ব্যাঙ গেলা অবস্থায় পড়ে গেছি, তিন মাস অন্তর রিচার্জ এর বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে নাজেহাল অবস্থা, তার সঙ্গে দোসর জঘন্য পরিসেবা”– এভাবেই দিকে দিকে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষজন। ক্ষোভ,গালভরা অফার ফোর জি নেটওয়ার্ক, অথচ কোনো রকম নেট স্পিড নেই। অনেকেই তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছেন গৌরাঙ্গ প্রভুর মতো মোবাইল আকাশের দিকে ধরে একটু নেট পাওয়ার জন্য আকুল হতে হয়। এর নাম ফোর জি নেটওয়ার্ক? এমনকি নিজ নিজ এলাকায় জি ও পরিষেবার কার্যালয়ে গেলেও নুন্যতম পরিসেবা মেলে তো দূরের কথা হেনস্থা বা হয়রানি হতে হয়। অথচ তিন মাস অন্তর রিচার্জের টাকার পরিমান লাফিয়ে লাফিয়ে বাড়িয়ে চলেছে জিও কোম্পানি। বি এস এন এল নেটওয়ার্ক পরিসেবাও এতটাই তলানিতে
যে সাধারণ জনগণের সামনে কোনো অফসন নেই। অভিযোগ, প্রথমে ফ্রি দিয়ে পরে এভাবে জিওর ফাঁদে পড়ে যেতে হবে বুঝতে পারেননি সাধারণ মানুষজন

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.