Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : রোজকার মতো ১৯ এপ্রিল সকালে পুড়শুড়ার বাসীন্দা রাজকুমার সামন্ত পুরশুড়া মোড়ে চা খেতে গেছিলেন। চা খেতে খেতে কখন যে তাঁর পকেটে থাকা নগদ ৯ হাজার টাকা অসাবধানতাবশত পড়ে গেছে রাজকুমার বাবু টেরও পাননি। যথারীতি চা খাওয়া হয়ে যাবার পর সেখান থেকে তিনি চলে যান। কিছু সময়ের মধ্যে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানেই ঢোকেন পুরশুড়া থানারই একজন স্পেশাল সি.ভি তন্ময় ঘরুই। রাজকুমার বাবুর পকেট থেকে পড়ে যাওয়া ৯ হাজার টাকা সেই মুহূর্তে নজরে পড়ে ঐ পুলিশ কর্মী তন্ময় ঘরুই এর। তিনি তৎক্ষনাৎ সেই নগদ অর্থটি নিজের জিম্মায় নেন এবং চায়ের দোকানের মালিককে নির্দেশ দেন, যদি কোনো ব্যক্তি সেই নগদ অর্থের খোঁজে আসেন তাকে যেন উপযুক্ত প্রমাণ নিয়ে থানায় যোগাযোগ করতে বলা হয়। সাধারণ ফার্ণিচার ব্যবসায়ী রাজকুমার সামন্ত নিজের কষ্টার্জিত ৯ হাজার টাকা না পেয়ে স্বাভাবিক ভাবেই সেই চায়ের দোকানে ছুটে আসেন এবং জানতে চান সেখানে কেউ তার খোয়া যাওয়া টাকা পেয়েছেন কিনা। স্পেশাল সি ভি তন্ময় ঘোরুই এর নির্দেশ মতোই চায়ের দোকানের মালিক তাকে উপযুক্ত প্রমাণ নিয়ে থানায় যোগাযোগ করতে বলেন। তারপর উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি নিজের ৯ হাজার নগদ টাকা ফিরে পান। তন্ময় বাবু যে সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় বলে মনে করেন এলাকার মানুষজন। হুগলি গ্রামীণ পুলিশ তার এই কীর্তিকে আগামীতে পুরস্কৃত করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.