Arambagh Times
কাউকে ছাড়ে না

ভবানী চক্রবর্তী: হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ মহিলা থানার পরিচালনায় আরামবাগ সুচেতনা ইনস্টিটিউট অব কালচার এর সহযোগিতায় সোদপুর হাইস্কুলের সুব্যবস্থাপনায় অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক অশোক কুমার বাগ ও সহ শিক্ষক তথা এদিনের অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ কুমার দোলুই এর প্রারম্ভিক উপস্থাপনা শেষে বর্তমান সময়ের নিরীখে কোমোলমতি ছাত্র ছাত্রীদের মোবাইল অযথা আশক্তি ও তার কুপ্রভাব নিয়ে সুচেতনার সভাপতি শিখা তেওয়ারি ও কাকলি চ্যাটার্জী, পুড়শুড়া থানার এসআই সুজন সরকার, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশদভাবে ব্যাক্ষা করেন। এদিনের অনুষ্ঠানের মুখ্য আয়োজক আরামবাগ মহিলা থানার ওসি ঝর্না দাস মোবাইলে নানা ধরনের ফাঁদ, গনপরিবহনে নিরাপত্তা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রসারে সরকারের বিবিধ সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.