২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিরিকে সামিল হয় হুগলি জেলা পরিষদের কয়েকজন তৃনমূল সদস্য।হরিপালের তৃনমূল নেতা সমীরন মিত্র মেদিনীপুরে গিয়ে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন।সমীরন পরে হরিপাল থেকে বিধানসভায় বিজেপি প্রার্থী হন।তিনি হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ ছিলেন।তার সদস্য পদ আগেই খারিজ হয়েছিল।
৬ মে ২০২১ সালে বর্ধমান ডিভিশনাল কমিশনার বিজয় ভারতীর কাছে জেলা পরিষদের ৪৪ জন তৃনমূল সদস্য আবেদন করেন যারা তৃনমূলের ভোটে জিতে বিজেপি তে চলে গেছেন তাদের সদস্য পদ খারিজ করা হোক।বর্ধমান ডিভিশনাল কমিশনার নির্দেশে সুমনা সরকার, মনিদীপা দাস,শম্পা দাস ও শৈলেন সিনহার সদস্য পদ খারিজ হয়ে যায়।বলাগড় থেকে নির্বাচিত সুমনা সরকার হুগলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন।আজ তৃনমূল সদস্যরা সহ সভাধিপতি সুমনার ঘরের নামের ফলক ঢেকে দেন।
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে হুগলি জেলা পরিষদের ৫০ আসনেই জয়ী হয় তৃনমূল।
তারকেশ্বরের সদস্য মালা সাহার মৃত্যু হয়েছে,পাঁচজনের সদস্য পদ খারিজ হওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।হুগলি জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী জানান,এই সদস্যদের মধ্যে একজনকে সহকারী সভাধিপতি নির্বাচিত করা হবে।।।।।
