শুচিন্ত গোস্বামী: সমাজ আজ কোথায় গিয়ে নেমেছে, কোনো সম্পর্কই আর বিশ্বাসের জায়গায় যেনো নেই, নিকট আত্মীয় স্বজনেরাই হয়তো মৃত্যু রূপে কখন হাজির হয়ে যেতে পারে। সম্পর্কে নাত জামাই, আদরের, স্নেহের সম্পর্ক। কিন্তু তেমনই এক নাত জামাই এর বিরূদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ উঠলো এক বৃদ্ধাকে তুলে আছাড় মেরে, মেরে ফেলার। ঘটনাটি ঘটেছে গতকাল ২৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেহার গ্রামে।মর্মান্তিক ভাবে মৃত বৃদ্ধার নাম উমা মাঝি, বয়স 60 বছর ।
স্থানীয় সুত্র জানা গেছে , গতকাল উমা মাঝি শারীরিকভাবে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন, সেই সময় বৃদ্ধার চোখে মুখে জল দিয়ে সুস্থ চেষ্টা করছিলেন পরিবারের সদস্যরা। তখন খবর পেয়ে বাড়িতে আসেন বৃদ্ধার নাতজামাই । পরিবারের অভিযোগ, তখন ওই নাতজামাই বৃদ্ধাকে তুলে নিয়ে যায় বাড়ির পাশে একটি ঠাকুর মন্দিরে। সেখানে আছাড় মারে উমা মাঝিকে। পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও মারধোর করা হয় বলে দাবি করেন। পরে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে এলে সেখানেই মৃত্যু হয় ঐ বৃদ্ধার । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । এবং নাতজামাইকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ।