Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়া জেলার হিজলডিহায় শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি একই সঙ্গে মানবকল্যাণে বহুমুখী সেবা কর্মসূচি গ্রহণ করে আসছে। এই প্রতিষ্ঠানের নাম আজ তার নিজ কর্মধারায় শুধু বাঁকুড়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সুপরিচিত নাম। তাদের জনকল্যাণ মুখী কর্মসূচির মধ্যে অন্যতম হলো বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। ধারাবাহিক ভাবে অন্ধত্ব দূরিকরন কর্মসূচিতে সম্পূর্ণ বিনা ব্যায়ে তাঁরা চক্ষু ছানি অপারেশন করে চলেছেন। ২৪ মার্চ,২০২২ তারিখে ২০ জনের বিনা ব্যায়ে আশ্রমের নিজস্ব অপারেশন থিয়েটারে অপারেশন করা হলো। সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই সেবাকাজ ধারাবাহিক ভাবে চালাতে প্রচুর অর্থের প্রয়োজন। এরজন্য যে কোনো দান সাদরে গ্রহণ করা হয়। এই আশ্রমের পাঠানো সকল প্রকার দান ভারত সরকারের ৮০জি ধারায় আয়কর মুক্ত। তাঁদের কাছে যেকোনো তথ্য জানতে হলে এবং কোনো সহৃদয় ব্যক্তি মুক্ত হস্তে দান করতে ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন ৯৫৬৪৮৮৮৩৫০ এই নম্বরে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.