মন্ত্রী মহাশয় বত্তৃতা দিয়ে
ফিরে গেছেন,
সকলের জন্য অন্ন- বস্ত্র- শিক্ষা-স্বাস্থ্য;
যে ঝড়টা উঠেছিল
সেটাও থেমে গেছে
সারা মাঠ জুড়ে শুয়ে আছে
নিরুপায় এক ধর্ষিতা।
কতকগুলো খেচর নামার চেষ্টা করেছিল
ক্ষীণ ধারার পাশে
যদি পাওয়া যায় রসদ,
তাদেরই একটা মুখ থুবড়ে পড়ে আছে।
ন্যাঙটা বালক ছোটে
ফাঁদ পেতে সারাদিন আশায় আশায়
একটা কুকুর সেখানে
কুকুরের মুখে মানুষের ঘুষি
কামড়ে দিয়েছে হাতে।
শেষ পর্যন্ত রক্তাত্ত হাতেরই জিত
ক্ষুধা রড় দুঃসাহসী।
