নিজস্ব সংবাদদাতা : শ্রীরামপুর সাতঘড়া পূর্বপাড়ার বাসিন্দা সাগর সিং মাস চারেক আগে অভিযোগ করেন তার বোলেরো গাড়ি চুরি হয়ে গেছে।সন্দেহ তার গাড়ির চালককে।শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নেমে মালদার বৈষ্ণব নগর থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে।গাড়ির চালককে না পেলেও।অভিযুক্ত ঘনশ্যাম রাইকে গ্রেফতার করে রিষড়া থেকে।ঘনশ্যাম তাদের দলের কর্মি মেনে নেন রিষড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সিং।বিজেপি নেতার দাবী ঘনশ্যাম পুরোনো গাড়ি কেনা বেচা করে।তাকে গাড়ির চুরির কেসে ফাঁসানো হয়েছে।আজ ধৃত ঘনশ্যাম রাইকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।পুলিশ জানিয়েছে ধৃত চোরাই গাড়ির নকল কাগজ বানিয়ে দিত।চোরাই গাড়ি বিক্রিও করত।চোরাই গাড়ি কেনা বেচার সঙ্গে যুক্ত তার সঙ্গে আর কারা কারা আছে তা জানতে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।নকল কাগজ তৈরী করে গাড়ি বেচাকেনা, চুরি করা গাড়ি বিক্রির একটা চক্র রয়েছে বলে অনুমান তদন্তকারীদের।