সুচিন্ত গোস্বামী: বাঁকুড়ার সোনামুখী জঙ্গলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোনামুখী বনদপ্তর সূত্রে জানা যায়, ১২ মার্চ শনিবার দুপুরে কে বা কারা সোনামুখীর বুড়ি আঙ্গারি এলাকায় বিষ্ণুপুর- দুর্গাপুর রাজ্য সড়কের পাশে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে সেই আগুন ভয়ানক আকার ধারণ করে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা এবং তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা এই ঘটনা ঘটাল তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে সোনামুখী বনদপ্তর । পাশাপাশি জঙ্গলে যাতে কেউ আগুন না লাগায় সে কারণে রবিবার সকাল থেকে সোনামুখী জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামগুলিতে মাইকের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে ।
সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গলে আগুন না লাগানোর বার্তা জানিয়েছেন সাধারণ মানুষের কাছে । পাশাপাশি ফসল রক্ষা করতে জমির চারিদিকে বিদ্যুৎবাহী তার না লাগানোর আবেদনও জানিয়েছেন তিনি।