Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : বড়োসড়ো সাফল্য পাঁশকুড়া থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে তমলুক মহকুমা পুলিস আধিকারিক সাকিব আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে গ্রেফতার হওয়া দুই জনের নাম দেবাশীষ প্রামাণিক বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে। অপর একজনের নাম কৃষ্ণচন্দ্র প্রধান যার বাড়ী উড়িষ্যা সম্বলপুরে। পাঁশকুড়া থানার পুলিশ আজ ভোরে মেছোগ্রাম মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের সাথে উদ্ধার করা হয়েছে ৫১কেজি গাঁজা। উড়িষ্যা থেকে হাওড়ার দিকে একটি লরিতে করে এই গাঁজা পাচার করা হচ্ছিলো বলে পুলিশের জানিয়েছে । পুলিস লরি টিকেও আটক করেছে। ধৃতদের আজ তমলুক আদালতে পাঠানো হবে। পুলিস ধৃত দুজন কে রিমান্ড এ নিয়ে আরো জানার চেস্টা করবে এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.