Arambagh Times
কাউকে ছাড়ে না

সুচিন্ত গোস্বামী : আজ কোতুলপুর ব্লকের কোঁপা বুথের বিভিন্ন দল থেকে আগত 12 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । তৃণমূলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার লক্ষ্যে তারা বিজেপি কংগ্রেস এবং সিপিএম ছেড়েছেন বলেই জানা যায় । আজ কোতুলপুর এর একটি বেসরকারি হলঘরে বিজেপির 10 জন কর্মী সিপিএমের একজন এবং কংগ্রেসের একজন কর্মী তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। তাদের হাতে তৃণমূলের পতাকা ধড়িয়ে দেন কোতুলপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর বাগ উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব বর্গ। তৃণমূলের নীতি আদর্শ মেনে তারা উন্নয়ন যজ্ঞে সামিল হবেন বলেই তাদের কাছ থেকে জানা যায় ।বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যারা তৃণমূল থেকে বিজেপি তে এসেছিল তারা ই আবার তৃণমূলে ফিরে গেছে এতে দলের কোন ক্ষতি হবেনা 2024 সালের নির্বাচনে বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসবে বলে জানান বিজেপির এক কর্মী শিবদাস ঘোষ। কোতুলপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বলেন জয়প্রকাশ মজুমদার তৃণমূলের ফিরে এসেছেন বিজেপিতে আর কেউ থাকবে না দিদি যেভাবে মানুষের পাশে আছেন এবং একটার পর একটা উন্নয়ন করে যাচ্ছেন সেই কারণেই মানুষ কাতারে কাতারে তৃনমূলে যোগদান করছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.