বাঁকুড়ায় সাংগঠনিক কারনে এসে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল এবং সদ্য ফুল পাল্টানো বিজেপি থেকে বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদারকে তুলোধুনো করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আজ বাঁকুড়ায় সদ্য প্রয়াত এক বিজেপি নেতার বাড়িতে দেখা করতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, দলে অনেকেরই পদ নেই। জয়প্রকাশ মজুমদার যে কথা বলছেন তা বিভ্রান্তি ছড়ানোর জন্য বলছেন। গত বিধানসভা উপ নির্বাচনের আগে বাবুল সুপ্রীয় দল ছাড়ার সময় রটানো হয়েছিল দল ছাড়ার তালিকা দীর্ঘ। কিন্তু আমরা এখনো বলছি দলের যারা বিস্তার করবে তাদের পাশে আমরা সবাই আছি। ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এইভাবে ষড়যন্ত্রের রাজনীতি করে বিজেপিকে ঠেকানো যাবে না। বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়া ও পুরসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর দলের বাঁধন কী আলগা হচ্ছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, বাঁধন আলগা হচ্ছে কিনা তা দলের ভেতর আলোচনা করব। কিন্তু বিধানসভা নির্বাচনে এত ব্যাপক ভাবে জয়ী হওয়ার পরও শাসক দল কীভাবে নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল? এতই যদি উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তাহলে জনগনের নিরপেক্ষ মতদানকে এত ভয় কেন? ছাপ্পা ভোট করার প্রয়োজন কি? এমন অরাজকতা কেন করছে শাসক দল? এভাবে পুরসভা ভোট না করলেই তো পারত।