কমলেশ আজও স্বপ্ন দেখে একটা চাকরির
থার্ড বেঞ্চের অনিকেত ইরিগেশনে জব করে
লাস্ট বেঞ্চার দীপঙ্কর আজ বিশিষ্ট সমাজসেবী
কমলেশ টিউশনে প্রতিদিন মানুষ গড়ে!
এম এ বি এড কমলেশ শিক্ষিত বেশ
রাজা মনীন্দ্র কলেজ হয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
চল্লিশে সব বন্ধুদের গোছানো সংসার
ওর আবেগ সংকুচিত একরাশ হতাশায়।
কমলেশ দ্বিতীয় হয়নি স্কুলে কলেজে
প্রথম-স্টার-লেটার-ফার্স্ট ক্লাস
ইন্টারভিউতে শুধু ব্যতিক্রম বারেবারে
বৃদ্ধ বাবা রেডিওর চ্যানেল ঘোরায়, সাথে দীর্ঘশ্বাস!
কমলেশ টিউশন পড়ায় রাতদিন
আত্মীয়তায় প্রবল ভাটার টান
ফার্স্ট বেঞ্চার কমলেশ অসহায় বড়ো
প্রতিবেশীর টিপ্পনিতে অসহায় প্রাণ।
অনেক কমলেশ দুনিয়া ছেড়েছে
হারিয়েছে বাঁচার রসদ-সম্ভার
ফার্স্টবেঞ্চের কাঠামো দুর্বল বড়ো
লাস্টবেঞ্চারের দখলে সাধের চেয়ার।