তুমি বলেছিলে লিখবে আমার জন্য এক নতুন জীবনের গান,যা নাকি প্রেম ভরা ভালোবাসার উপাখ্যান।তুমি বলেছিলে লিখবে আমার জন্য এক নতুন আগামীর কবিতা,যা নাকি যৌবনের আবেগ আর মুখোশ বিহীন সততা।তুমি বলেছিলে একদিন সব শান্ত হবে আবার নতুন প্রভাত,তবে কেন এত হানাহানি,দখলের রাজনীতি আর রক্তাক্ত বিবাদ?তুমি বলেছিলে হাসিখুশি শিশু খেলবে উঠোন ঘুরেআজ কেন সাঁজোয়া গাড়ি টহল দেয় বাসযোগ্য পৃথিবী ঘুরে?তুমি বলেছিলে লাজুক প্রেমিকার অপেক্ষার অবসান হবে একদিন,ওই রক্তাক্ত লাশ আর বারুদের গন্ধ বাতাসে প্রতিদিন। তুমি বলেছিলে লিখবে আমার জন্য এক নতুন জীবনের গান,যা নাকি প্রেম ভরা ভালোবাসার উপাখ্যান!