খাচ্ছ কি?
” গাওয়া ঘি।”
স্বাদটি কেমন?
“ভেজাল যেমন।”
পেট ফুলবে,
ওষুধ খাবে
লোভটা ছাড়ো।
“রা-ম-ক-হ
ওতেই মরণ!
গুরুর চরণ।”
হয়েছে দীক্ষা?
প্রাণ ভিক্ষা।
অমৃত প্রাণ!
ভগবৎ টান
দিব্য আলো
পরাণে ঢালো।
জগৎ অসার
মায়া সবার
কাটাও মায়া।
” ভুলব কায়া?”
থাকবে ছায়া।
“ও তো ফাঁকি
জানতে বাকি?”
শোনো তবে,
মনটি ডোবে
সাগর ভবে
গরল সাগর
সুধার সাগর।
বেছে নিও ঠিক
পন্ডিত প্রবর।
” থামো ত বাপু”
রাগে গরগর
দাস দিবাকর।
” বকর বকর
কচর মচর ।
সময় নষ্ট
বুঝি পষ্ট।
“(ঐ)উঠলো বুঝি
ঢেকুর তবে
এ্যন্টাসিডই
খেতে হবে।
থামাও এবার
কনভারসেশন
চাই ছ’সেকেন্ডের
র্যাপিড এ্যকশন।”
আচ্ছা আচ্ছা
ঠিক আছে।
ভাবছ বুঝি
বৃথাই ব’কি?
না বাবুজী
সাচ্চা ভজি
রামজী রামজী
নয়তো কেবল
ফাঁকা বুলি।
মাথায় রাখি
চরণধুলি।
রেখো মনে
কথা গুলি
জীবনের ই
হজমী গোলি।
