সত্তর বছর পেরিয়ে গেলো শফিউল
তোমাদের তারুণ্যের বিপ্লব ভোলেনি বাংলা ভাষী
একুশের রক্তগোলাপ আজও ভীষণ তাজা
অধিকার ছিনিয়ে নেওয়া সাথী, “তোমায় ভালোবাসি”।
কোটি বাঙালির হৃদয় জুড়ে তোমাদের শহীদ বেদী জব্বার
আজও তোমাদের স্মৃতি অমর -অমলিন সাথী
গর্বের একুশ তোমাদের রক্তে রাঙা
অধিকার ছিনিয়ে নেওয়া সাথী,”তোমায় ভালোবাসি”।
বারুদের গন্ধ হয়তো মুছে গেছে,থেমেছে বুলেটের শব্দ
আজও তোমাদের চায় ঢাকা-শিলচর-কলকাতাবাসি
ফেব্রুয়ারি আজও বুকে ঢেউ তোলে বরকত
অধিকার ছিনিয়ে নেওয়া সাথী,”তোমায় ভালোবাসি”।
সত্তর বছর পেরিয়ে গেলো রফিক, সালাম
আজও একুশে ফেব্রুয়ারি আবেগি বাঙালি রাজপথে
শহীদবেদীর রক্ত গোলাপ আজও ভীষণ তাজা
অধিকার ছিনিয়ে নেওয়া সাথী,”তোমায় ভালোবাসি”।