Arambagh Times
কাউকে ছাড়ে না

রামজীবনপুরে আজ পৌর নির্বাচনি প্রচারে রাজ্য স্তরের এক ঝাঁক নেতা, অভিনেত্রী হাজির হয়ে প্রচারের ঝড় তুলে দিলেন।
হাজির হন তৃণমূলের রাজ্য যুব সভাপতি সায়নি ঘোষ , যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সফিউল্লাহ খান, অভিনেত্রী তানিয়া কর। এছাড়া উপস্হিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার , পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি আশিস হুদায়িত ও আরামবাগ ব্লক যুব সভাপতি পলাশ রায়। পুরসভার সকল প্রাথীদের সমর্থনে বিশাল রোডশো হয়। রামজীবন পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে রোড শো শুরু হয়। অভিনেত্রী তানিয়া কর, যুব সভাপতি সায়নি ঘোষ ও যুবর সাধারণ সম্পাদক সফিউল্লাহ খাঁন কে দেখতে দলীয় কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে শেষে একটি পথসভার আয়োজন করে রামজীবনপুর তৃণমূল কংগ্রেস। এদিন যুবনেত্রী সায়নী ঘোষ মোদী সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। এবার পুরনির্বাচনে কোন বিরোধী রাজনৈতিক দলই ধারে কাছে আসবে না বলেও দাবি করেন যুবনেতা সফিউল্লাহ খান। রামজীবনপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে তৃনমুল প্রার্থীদের ভোট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেবেন এই আহ্বান জানান সফিউল্লাহ খাঁন। তাঁরা বলেন, এবার পুরসভাতেও বিরোধীদের কোনো জায়গা থাকবেনা। এর জন্য যে খেলা হবে তা ভয়ঙ্কর নয়, ভালোবেসে খেলা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.