Arambagh Times
কাউকে ছাড়ে না

সুচিন্ত গোস্বামী: ফরেস্টের গাছ কাটতে গিয়ে সেই গাছেই চাপা পড়ে মৃত্যু হলো মঙ্গল রায় নামে এক ব্যক্তির। ৫২ বছর বয়সী ঐ ব্যক্তির বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ছান্দার গ্রাম পঞ্চায়েতের ঢ়াঙ্গাকেন্দ গ্রামে বলে জানা গেছে ।
এলাকা সূত্রে জানা গেছে, ১১ফেব্রুয়ারী বেলিয়াতোড় ফরেস্ট অফিসের তরফ থেকে গাছ কাটার কাজ চলছিল। সেই কাজেই যুক্ত ছিলেন মঙ্গল রায়।
গাছ কাটার কাজ গত তিনদিন ধরে চলছিল। তবে এদিন মর্মান্তিক ভাবে এই দুর্ঘটনা এবং তাতে মৃ্ত্যুর ঘটনা ঘটে গেল। এই বিষয়ে গাছ কাটার কাজের সাথে যুক্ত থাকা কালিপদ রায় নামে এক ব্যক্তি আমাদের প্রতিনিধিকে বলেন, তাদেরকে কন্টাকচুয়াল ভাবেই কাজ করানো হচ্ছে এবং এই গাছ কাটার কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়নি। তিনি বলেন এত বড় একটা মর্মান্তিক ঘটনায় এই বিষয়ে ফরেস্ট অফিসারের সাথে কিছু আলোচনায় বসবেন তারা।
বেলিয়াতোড় ফরেস্ট অফিসার বলেন, এনারা গাছ কাটা নিয়ে হিসাব মতোই যেভাবে টাকা পান , সেই ভাবেই কাজ করেন। যারা অভিজ্ঞ তারাই চুক্তি ভিত্তিতে নিয়োজিত হন। সাবধানতার সাথেই তাদের কাজ করতে হতো। দুর্ভাগ্যবশত এই দুঃখজনক ঘটনা ঘটেছে। তাঁরা এই বিষয়ে মৃত মঙ্গল রায়ের পরিবারের পাশে আছেন এবং সর্বত সহযোগিতা পাবেন ।

তবে এই বিষয়ে ইতিমধ্যে গ্রামে বিশাল পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.