টাটার জমিতে ভেড়ি তৈরীর প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো সিঙ্গুর। দিন ১৫আগেই সিঙ্গুরে একদা টাটার ন্যানো কারখানার জমিতে ভেড়ি তৈরীর বিষয়টি সামনে আসে। যা নিয়ে প্রতিবাদে সরব হয় বাম-কংগ্রেস-বিজেপি। বিজেপি। বিরোধীদের বক্তব্য দেশের শীর্ষ আদালতের নির্দেশে সিঙ্গুরের টাটার জমি চাষীরা ফেরৎ পেয়েছে ঠিকই, কিন্তু সেই জমি চাষের উপযোগী করে ফেরত দেওয়ার কথা ছিলো। রাজ্য সরকারের ফিরিয়ে দেয়া সেই জমি একেবারেই আর চাষযোগ্য নয়। এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছে বিরোধীরা। দিনকয়েক আগে সেই জমিতেই হঠাৎ করে ভেড়ি করে মাছের চাষ করার বিষয়টি সামনে আসতেই বিরোধীরা একযোগে ক্ষোভে ফেটে পড়েন। বিরোধীদের বক্তব্য, আদালতের নির্দেশে ফেরত দেওয়া সেই জমিতে কারখানা হোক, কিন্তু কোনো মতেই ভেড়ি করা চলবে না। শনিবার এই মর্মেই সিঙ্গুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করতে আসে বাম ছাত্র-যুব সংগঠন। দুপুরে বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে চলে বিক্ষোভ। বিডিও বা জয়েন্ট বিডিও না থাকায় দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ চলে। পরে সিঙ্গুর থানার পুলিশ এসে জানায় বিডিও ও জয়েন্ট বিডিও চন্দননগরের ভোট নিয়ে ব্যাস্ত রয়েছেন। তাই ১৪তারিখের পরে আসার অনুরোধ জানানো হয়। কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের দাবী মানতে চায়নি। তাই পুলিশের সাথে শুরু হয় চরম বচসা। বিকেল ৫টার পর জয়েন্ট বিডিও এসে স্মারকলিপি গ্রহন করার পর বিক্ষোভ তুলে নেয় বাম ছাত্র ও যুব সংগঠন। পরে হুগলি ডি ওয়াই এফ আই এর সভাপতি মন্টু বেরা ডেপুটেশন দেওয়ার শেষে জানান, আগামী কাল থেকে সিঙ্গুরে মাছের ভেড়ি তৈরির যে কাজ এই কয়েক দিন শুরু হয়েছিল তা বন্ধ হচ্ছে।