Arambagh Times
কাউকে ছাড়ে না

বই হোক জীবনের নিত্য দিনের সাথী এ শ্লোগানে ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় প্রদীপ প্রজ্জ্বলন করে কালনা বইমেলার উদ্বোধন করেছেন নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রধান অতিথি ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিশেষ অতিথির আসন অলংকৃত গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার সভাপতি ও খোলাচোখ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মানিক মজুমদার, সাব মেজর নরেশ চন্দ্র দাস ( অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, তাপস কুমার কারর্ফা, প্রফেসর রবীন্দ্রনাথ বারুই , Suresh Kumar Jagat I.A.S. kalna Sub Division সুশীল মিশ্রা, এবং দেবাশীষ নাগ। আরো অনেক বিশিষ্ট গুণী ব্যক্তি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ ছিলো বিশাল বইমেলা প্রাঙ্গন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.