গত ০৪.০২.২২ তারিখ খানাকুল থানা এলাকার রঘুনাথপুর জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ ময়ুখ মণ্ডল খানাকুল থানায় অভিযোগ জানান যে তাদের বিদ্যালয়ের সাবমারসিবল পাম্পটি মোটর সহ চুরি হয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই খানাকুল থানা তদন্তে নামে এবং ০৫.০২.২২ তারিখ দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। উক্ত ব্যক্তিবর্গ তিনদিনের পুলিশি হেফাজতে থাকাকালীন সাবমারসিবল পাম্প সহ মোটরটি যে তারা চুরি করেছে সে কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে সাবমারসিবল পাম্প, মোটর এবং প্রচুর পরিমাণ কেবল উদ্ধার করা হয়। অতিশীঘ্রই আইনি প্রক্রিয়া মেনে উক্ত পাম্প এবং মোটরটি স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।