Arambagh Times
কাউকে ছাড়ে না

এবার গবাদি পশু বাঁধার জায়গাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা । সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা বড়জোড়া ব্লকের তাজপুর এলাকায়। জানা গেছে, তাজপুর এলাকায় একটি পুকুরপাড়ে যেখানে এক পক্ষ গবাদিপশু বেঁধে রাখতেন এবং অপর পক্ষ জ্বালানি রাখত, সোমবার সেই জায়গাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, তারপর হাতাহাতি। শেষ পর্যন্ত সংঘর্ষের আকার নেয় এবং এই সংঘর্ষে দু’পক্ষেরই প্রায় ১২জন জখম হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে দুই পক্ষের মোট চারজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । এই সংঘর্ষের ঘটনায় নাকি উভয় পক্ষের কিছু বিজেপি কর্মী ও কিছু তৃণমূল কর্মী রয়েছেন । এদিকে বিজেপি কর্মীদের দেখতে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁ ।
সৌমিত্র খাঁ বলেন , দুই সংখ্যালঘু ভাইদের মধ্যে লড়াই হচ্ছে একজন বিজেপি একজন তৃণমূল । প্রশাসনের কাছে অনুরোধ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.