ধর্ম যার যার উৎসব সবার। বাংলার বুক থেকে সংস্কৃতি প্রায় হারিয়ে যেতে বসেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে বিভিন্ন জায়গাতে সংস্কৃতি চর্চার প্রবণতা বেড়েছে। ঠিক একই ভাবে উত্তরবিল যা গড়বেতা থানায় অবস্থিত, উত্তরবিল মোহনপুর,সারসা তৃনমুল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ উত্তরবিলে সম্প্রীতি মেলার শুভ উদ্বোধন হয়ে গেল। উত্তর বিল সম্প্রীতি মেলা কমিটির পক্ষ থেকে যে সম্প্রীতি মেলা ২০২২ তার শুভ সূচনা করেন টলিউডের অভিনেত্রী তথা তৃনমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সফিউল্লাহ খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা সিংহ রায় বিধায়িকা,গড়বেতা এবং সেবাব্রত ঘোষ, সভাপতি গরবেতা-১ ব্লক তৃণমূল কংগ্রেস।এছাড়াও আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। ২০২০ সাল থেকেই করোনা নামক ভাইরাসে মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল। করোনা সংক্রমণ কিছুটা আয়ত্তে আসতেই আবার রাজ্যে সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছে।মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সকলেই এক হয়ে চলাই জীবন। কবির ভাষায় মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সেই কথাকে সামনে রেখে সকল ধর্মের সমন্বয়ে উত্তর বেলায় সম্প্রীতির মেলা 2022 এর শুভ সূচনা হয়। কখনোই আমাদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে না।আমরা জানি, আমরা সকলেই মানুষ এবং সকলেই সমান। বর্তমানে অস্থিরতার সময়ে যা উল্লেখযোগ্য। মেলা শব্দের অর্থ হলো মিলনক্ষেত্র। যেখানে সকলের মধ্যে একটা সুষ্ঠু মেলবন্ধন গড়ে ওঠে। যা দৃষ্টিনন্দনও। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সফিউল্লাহ খাঁ বার্তা দেন জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ রেখে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই মেলাকে উপভোগ করুন এবং মেলা কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ বিগত বছরে দেখা গেছে মানুষ বাড়ীর বাইরে পা রাখতে পারত না। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা স্মরণ করিয়ে বলেন মুখে মাস্ক রাখুন সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং মেলাকে উপভোগ করুন। এবং অন্যকে উপভোগ করার ব্যবস্থা করে দিন। অভিনেত্রী তথা সাধারণ সম্পাদিকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা ব্যানার্জি যিনি এক কথায় উত্তর বিল সম্প্রীতির মেলা মঞ্চকে মাতিয়ে গেলেন। তিনি বলেন সকলে মিলেমিশে একাত্ম হয়ে হাতে হাত রেখে অঙ্গিকার বদ্ধ হয়ে এই মেলাকে উপভোগ করবেন এবং চালিয়ে নিয়ে যাবেন। সায়ন্তিকা ব্যানার্জি কে দেখতে অগণিত মানুষের ঢল যায়। রীতিমত তিনি মানুষের আবদার কে প্রাধান্য দিয়ে তিনি বেশ কিছু গানের গাইলেন এবং সিনেমার ডায়ালগ মানুষের সামনে উপস্থাপন করলেন সায়ন্তিকা। গড়বেতা বিধায়িকা উত্তরা সিংহ হাজরা তিনি মানুষের সামনে করজোড়ে আবেদন করেন এই উত্তরবিল সম্প্রীতির মেলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই মেলাতে আসুন মেলা উপভোগ করুন, অবশ্যই মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে চলুন। গড়বেতা ১ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ যেভাবে সর্বধর্ম সমন্বয়ের নেতৃত্ব বর্গকে নিয়ে এই মেলা আয়োজন করেছে তা প্রশংসনীয়।উত্তরবিলের মানুষজন যেভাবে উত্তর বিল সম্প্রীতির মেলা ২০২২ আয়োজন করেছে তার কথা বলতে ভুললেন না সফিউল্লাহ খাঁ। তিনি এও বলেন রাজ্য তথা দেশের যে সম্প্রীতির বাতাবরণ,সেই বাতাবরণ কে নষ্ট হতে দেবেন না এবং সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেন আমরা সকলেই ভাই-ভাই হয়ে একাত্মবোধ হয়ে যেন গোটা বাংলা এবং ভারতবর্ষকে রক্ষা করতে পারি।
সফিউল্লাহ খাঁ, সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল যুব কংগ্রেস ও সায়ন্তিকা ব্যানার্জি অভিনেত্রী, সাধারণ সম্পাদিকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই দুই শীর্ষস্থানীয় নেতৃত্বকে পেয়ে যৎপরোনাস্তি খুশি উত্তরবিলের মানুষ জন। মানুষের আবেগ ভালোবাসায় ভাসলেন সফিউল্লাহ খাঁ ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। ঘরেরই ছেলে সফিউল্লাহ খাঁকে উত্তর বিলের মানুষজন সামনে পেয়ে বেশ কিছু দাবীও করেন।তিনি তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন।
