নিজস্ব সংবাদদাতা : হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত চন্দ্রহাটি ১ নম্বর পঞ্চায়েতের অধিনে কুন্তিঘাট এলাকায় বিবি কলোনিতে কু্ন্তী নদীর ভাঙ্গনে ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বিবি কলোনির বহু পরিবার।পাশ থেকে বয়ে যাওয়া কুন্তী নদীর ভাঙ্গনে প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বহু বাড়ি। রাস্তা থেকে বাড়ি, নদীর পাড় ভাঙতে ভাঙতে ভয়াবহ রূপ নিচ্ছে। যত দিন যাচ্ছে ততই চিন্তার ভাঁজ পড়েছে এলাকা বাসিদের। ইতিমধ্যেই ভাঙনের কারণে বহু বাড়ি রাস্তা ভয়ঙ্কর ভাবে বসে গেছে, অনেকেই আবার বাঁচার তাগিদে নিজেদের তৈরি করা বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। এলাকায় বহু পরিবার সন্তান সন্ততি, বয়স্ক সদস্যদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীদের দাবি তাদের পাশে সরকার দাঁড়াক এবং সকলেই সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন। ইতিমধ্যেই মগরা ব্লক প্রশাসনের আধিকারিকরা এই জায়গা পরিদর্শন করেছেন। তারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি নদীর ভাঙনের জন্য গার্ডওয়াল এর কাজ শুরু হবে। সেই কাজ আদৌ কবে শুরু হবে তার অপেক্ষায় দিন কুন্তিঘাটের বি বি কলোনির বাসিন্দারা।