সুচিন্ত গোস্বামী : এবার ইভটিজিং রুখতে এবার আরো বেশি সক্রিয় হল বিষ্ণুপুর মহকুমা পুলিশ । ১০০ ডায়ালকে অতি সক্রিয় করল বিষ্ণুপুর মহকুমা পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিকের অফিসেই খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম । সেখানেই ২৪ ঘন্টা অতন্দ্র প্রহর পুলিশ কর্মী রয়েছেন । আর এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ এবং অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এই নাম্বারে ফোনে না পাওয়া গেলে কন্ট্রোল রুমে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেও একইভাবে পুলিশের সহযোগিতা পাওয়া যাবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল সাধারণ মানুষ। তবে শুধুমাত্র ইভটিজিং নয় দুর্ঘটনা থেকে শুরু করে যে কোন সমস্যা হলেই তৎক্ষণাৎ মিলবে সমাধান ।
বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কুতুব উদ্দিন খান বলেন , বাঁকুড়া জেলা পুলিশ সুপারের গাইডেন্স মেনে তাঁরা ১০০ ডায়ালকে আরো বেশি সক্রিয় করলেন । বিশেষ করে মহিলারা এতে সবথেকে বেশি উপকৃত হবেন। তাঁরা কোন সমস্যায় পড়লে ২৪ ঘন্টাই ফোন করে সুযোগ-সুবিধা পেতে পারবেন।
ইন্দিরা বন্দোপাধ্যায় নামে এক বিষ্ণুপুর শহরবাসী জানান, পুলিশের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এর ফলে বিশেষ করে পথে ঘাটে নানা ভাবে হয়রানির শিকার মহিলারা ভীষণ উপকৃত হবেন।
বিষ্ণুপুর থেকে র রিপোর্ট আরামবাগ টাইমস্
