Arambagh Times
কাউকে ছাড়ে না

সুচিন্ত গোস্বামী: করোনার কারণে বিগত দুবছর ধরে এই রাজ্যে প্রাথমিক বিদ্যালয় গুলি বন্ধ আছে, যার ফলে এইসমস্ত বিদ্যালয়ের পাঠরত ছাত্র-ছাত্রীদের লেখাপড়া রীতিমত বিঘ্নিত হচ্ছে, আর এরই প্রতিবাদে আজ বাঁকুড়া মাচানতলা মুক্তমঞ্চে এডুকেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর একটি পদযাত্রা বের করা হয় যা বাঁকুড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই বিষয়ে এই সংগঠনের এক আধিকারিক জানান, বিগত দুই বছর ধরে এ রাজ্যের প্রাথমিক বিদ্যালয় করোনার অজুহাতে বন্ধ যার ফলে শিশু শিক্ষা আজ উপেক্ষিত। তিনি বলেন যে তারা অবিলম্বে করণা বিধি মেনে প্রাথমিক বিদ্যালয় খোলার দাবি জানাচ্ছেন, রঞ্জিতবাবু বলেন যে তারা আবার প্রাথমিক স্তরের সমস্ত বিদ্যালয় খোলার দাবি জানাচ্ছেন, যাতে শিশুশিক্ষা অতল গহবরে নিমজ্জিত না হয়। তিনি জানান যে আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে বাঁকুড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ সম্মিলিত হয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.