Arambagh Times
কাউকে ছাড়ে না

তুই আসবি বলে, সহস্রবার অনন্ত অপেক্ষার কাছে গেছি।
তুই আসবি বলে, হৃদয়ে একখানা অনন্ত অম্বোর, মগজে আবোল তাবোল কবিতা আর কথা জমিয়ে রাখা, এই আশায় , যদি আমার নিবেদন তোর একটু ভালো লাগে।
পাখি যেমন যেমন গাছে বসে, এদিক ওদিক তাকায়; তুই আসবি বলে আমিও জানলার গরাদ ধরে রাস্তার দিকে তাকিয়ে আছি; খোলা আছে মনের জানলা।
তুই আসবি বলে, পাখিদের উড়ন্ত মিছিল , আর থাকবে তাতে আনন্দ কলরব।
তুই আসবি বলে, আয়োজন করা হয়েছে এক ইচ্ছে পূরবীর ধবল আয়না।
তুই আসবি বলে বিষ্যন্য বিকেলকে ছুটির কথা বলেছি।
তুই আসবি বলে, সোনালী ঝলমলে রোদ্দুর কেও আসতে বলেছি।
তুই আসবি বলে, অবসান হবে কাল-রাত্রির।
তুই আসবি বলে ,বৃষ্টিকে ডেকেছি, হবে বৃষ্টি উৎসব।
তুই আসবি বলে জল, স্থল, অন্তরীক্ষে সবাইকে জানিয়ে রেখেছি, এক নতুন সাজে অভিবাদন করবো বলে।
তুই আসবি বলে, আনন্দ আর উচ্ছাসকে নতুন সাজে সজ্জিত হতে বলেছি।
একদিন কালের পৃষ্টায় আমিও অমর হবো, তোর কীর্তি লেখা হবে যখন। আসলে তোর চেতনায় যে ভালোবাসার উস্কানি আর উষ্ণতা খুজে পাই।
তুই আসবি বলে , আমার এই উদ্ভট চিন্তা ভাবনা,; বোধহয় বোঝাতে চাই, তোকে আমিও ভালোবাসি।

তুই আসবি বলে আমার এই লেখা বা এক পাগলের প্রলাপ।।

শুধু তুই আসবি বলে।।

🙏

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.