প্রেম মানে অন্ধকারে
ফুটে ওঠা আলো
প্রেম মানে মানিয়ে নেওয়া
দু’ই খারাপ ভালো।
প্রেম মানে উত্তাল ঢেউ
প্রেম মানে ভাটা
প্রেম মানে তার জন্য
অপেক্ষায় দিন কাটা।
প্রেম মানে ফুলের সেই
মিষ্টি মধুর গন্ধ
প্রেম মানে সাদা কালো
জীবনে আনে ছন্দ।
প্রেম মানে ওঠা-পড়া
প্রেম মানেই ক্ষত
মান অভিমান ভাঙ্গিয়ে নিয়ে
থাকবো আগের মতো।
প্রেম মানে কোকিল কন্ঠ
ফুল -পাপড়ি -শিশির
সন্তুষ্টি অল্পতেই
চাইনা কিছু বেশির।
প্রেম মানে পাশে থাকা
প্রেম মানে ব্যপ্তি
দুজনে হাতে হাত রেখে
জীবনের সমাপ্তি।
প্রেম মানে রবীন্দ্রনাথ
প্রেম মানেই গঙ্গা
প্রেম মানে তোমার আমার
ছোট্ট এক সংজ্ঞা।
প্রেম মানে ভুলিয়ে দেওয়া
জীবনের কালো স্মৃতি
প্রেম বলতে অনেক কিছুই
আজ এখানেই ইতি।