Arambagh Times
কাউকে ছাড়ে না

প্রবীর কুমার বসু: কোভিড সচেতনতায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হুগলীতে। বুধবার চুঁচুড়ায় হুগলীর মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়। এদিন কেন্দ্রীয় সরকারের রিজিওনাল ডিরেক্টর ডাঃ সত্যজিৎ সেনের নেতৃত্বে ৫জনের প্রতিনিধি দল হুগলী জেলায় উপস্থিত হন। প্রথমেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভু্ঁইয়ার দপ্তরে বৈঠকে বসেন তাঁরা। রুদ্ধদ্বার বৈঠক শেষ হওয়ার পর মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন এই মুহুর্তে জেলায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ৫০এর নীচে। যা মোটামুটি সন্তোষজনক। তবে ৩য় ঢেউ এলে আমরা তার মোকাবিলায় কতটা প্রস্তুত সে বিষয়েই বিশদে জানতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের এই বৈঠক। যদিও এদিন বৈঠক শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কোন সদস্যই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন এদিন কোভিড নিয়েই আলোচনা হয়েছে। জেলায় ৩য় ঢেউ রোখার সার্বিক পরিস্থিতি জেনে কেন্দ্রীয় দল সন্তোষ প্রকাশ করেছেন বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবী। পাশাপাশি ওমিক্রন নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরকে সচেতন করা হয় বলে সূত্রের খবর। সিএমওএইচের বক্তব্য এই মুহুর্তে জেলায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা শূন্য। তিনি বলেন এই মুহুর্তে জেলায় ১৮টি ব্লকের সব সরকারী স্বাস্থ্য কেন্দ্রেই কোভিড রুগী চিকিৎসার ব্যাবস্থা রয়েছে। তবে কেউ ওমিক্রনে কঠিনভাবে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালের কথাই বলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.