নিজস্ব সংবাদদাতা : ফের তৃনমূল এর কর্মীসভায় বিশৃঙ্খলা আরামবাগে।। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।। জানা গেছে,কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ করে রাজ্যজুড়ে পথে নামতে চলেছে তৃনমুল। তার প্রস্তুতি হিসাবে এদিন আরামবাগের রবীন্দ্রভবনে তৃনমুলের কর্মীসভার আয়োজন করা হয়েছিল।। কর্মীসভায় তৃনমুল আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহরায়,যুব সভাপতি পলাশ রায় থেকে শুরু করে উপস্থিত ছিলেন জেলার প্রথম সারির তৃনমুল নেতারা।। পাশাপাশি এদিন ব্লক স্তরের কর্মীদেরও সভায় ডাকা হয়েছিল।। সভা শুরুর সময় বরণপর্ব চলাকালীন গোঘাট ১ ব্লক তৃনমুল সভাপতি নারায়ন চন্দ্র পাঁজাকে মঞ্চে ডেকে তাকে বরণ করায় দেরী করাকে কেন্দ্রকরে উত্তেজিত হয়ে পড়ে নারায়ন অনুগামীরা।। জেলা সভাপতি সহ প্রথম সারির নেতাদের সামনেই ক্ষোভ উগরে দিতে থাকে তারা।। অবশেষে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, আরামবাগ পুর প্রশাসক তথা তৃনমুল নেতা স্বপন নন্দীদের মধ্যস্ততায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সভার কাজ শুরু হয়।।