আদরের মত নিবিড় করে
কাছাকাছি ঘটে যাক
অনবদ্য আলোয় আলোকিত
এক মহাজাগতিক মুসাফিরি
যে দিন নক্ষত্র খুঁজে দেবে
হে অমর ইশ্বর সন্তান
ভক্তি শ্রদ্ধা প্রেম মিলে আন্দোলন
হবে জীবনের কাঁটাতার সঙ্গীত
ইতিহাসে লেখা হবে বিস্তার
ফুলেল শুভেচ্ছায়
জানব ঈশ্বর সন্তান
চোখ মেলে চেয়ে দেখব
ক্রমশ ছড়িয়ে পড়ে কেমন
দিন রাত্রি এবং আহ্নিক গতি
সেদিন ঠিক চিনে নেবে হৃদয়
লালের ধারায় মিলিয়ে নেব
ঐশ্বরিক জ্যোতি
আর একমাত্র পুরুষের নাম দেব
অবিকল্প প্রভু যীশু