নিজস্ব সংবাদদাতা: খানাকুল ২ব্লকের হুড়হুড়া খালের উপর অন্যতম গুরুত্বপূর্ণ সেতু মুচিঘাটা ব্রীজের অসম্পূর্ণ কাজ সম্পুর্ন করতে জোরকদমে কাজ শুরু হয়েছে। পুজার্চনার মাধ্যমে কংক্রিটের ঢালায়ের কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রমেন প্রামানিক, বিডিও অফিসের ইঞ্জিনিয়াররা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এলাকার পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ আরো অনেকে। এই ব্রীজের কাজ শেষ হলে হাওড়া, কোলকাতা যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। এলাকার মানুষজনের দীর্ঘ দিনের দাবি ছিল এই ব্রীজের। অনেকটা কাজ এগিয়েও গিয়ে ছিলো। কিন্তু জমি জটের কারনে ঝুলে ছিল। সম্প্রতি জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা, আরামবাগ লোকসভার সাংসদ, জেলা পরিষদের সদস্য সকলের উপস্থিতিতে এলাকার মানুষজনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হন। আজ তারই বাস্তবায়নের উদ্বোধন হয়ে গেল।