Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: চন্দননগর এলাকার অন্তর্গত গরের ধারের কাছে পঞ্চাশ বছরেরও বেশি ধরে জমা ময়লাকে পরিশোধিত করে সেই জায়গাটিকে সামাজিক উদ্যানে রূপান্তর করা হবে এই অঙ্গীকার নিয়েছে চন্দননগর পৌরনিগমের পৌর প্রশাসক। পৌর প্রশাসক স্বপন কুন্ডু জানান যে অত্যাধুনিক মেশিন এর তত্ত্বাবধানে এগুলিকে যাতে বিভিন্ন কাজে ব্যবহৃত করা যায় সেইজন্যই এই ময়লা গুলিকে পরিশোধিত করা হচ্ছে। তিনি বলেন 50 বছর ধরে জমে থাকা সেই আবর্জনা গুলি থেকে অত্যাধুনিক মেশিনের দ্বারা আবর্জনা গুলিকে রিফাইন করে সেই আবর্জনা গুলি থেকে ইট পাথর প্লাস্টিক সহ কংক্রিটের জিনিসপত্র আলাদা করে দেওয়া হচ্ছে এবং ওই আবর্জনা গুলিকে পচিয়ে যে সার বের হচ্ছে সেই সার চাষের কাজে ব্যবহার করা যাবে বলে জানালেন স্বপন বাবু। তিনি বলেন তিন বছরের মধ্যে চন্দন নগর বাসি একটা ভালো সামাজিক উদ্যান পেতে চলেছে বলে জানালেন চন্দন নগর পুরো নিগমের পুরো প্রশাসক স্বপন কুমার কুন্ডু।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.