Arambagh Times
কাউকে ছাড়ে না

প্রবীর বসু : হুগলির ধনেখালি থেকে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে ফেরার পথে লরির সাথে ধাক্কা লাগে টাটা ম্যাজিকের। ঘটনায় মৃত্যু হয় এক মেডিক্যাল টেকনোলজিস্ট- এর। ঘটনায় আরও এক এম,টি এবং ম্যাজিকের চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আজ বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার অন্তর্গত জোড়া অশ্বথতলায় ১৭নম্বর রুটে। চুঁচুড়া সদর হাসপাতাল সূত্রে খবর, ধনিয়াখালির একটি রক্তদান শিবিরে দুটি গাড়িতে করে রক্ত সংগ্রহ করতে গিয়েছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের একটি টিম। সেখান থেকে ফেরার পথেই দাদপুরের জোড় অশ্বত্থতলায় একটি লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। তড়িঘড়ি স্থানীয়রা সকলকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন। মৃতের নাম অশোক ঘোষাল(৪৭)। ঘটনায় ম্যাজিকের চালক প্রকাশ মন্ডল ও রক্তসংগ্রহকারী টিমের আরও এক সদস্য অভিষেক হরিজন আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।এই দুর্ঘটনার সংবাদ পেয়েই হুগলির জিলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী উপস্থিত হন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.