Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: নিম্ন চাপের জেরে লাগাতার বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বড়ধামাস পঞ্চায়েতের বিরুহা গ্রামের বাসিন্দা মানিক শেখ আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। জানা গেছে,গত শুক্রবার সকালে মানিক শেখ (৩৮) এর ঝুলন্ত দেহ বাড়ির গোয়ালঘর থেকে পাওয়া যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, অতি সাম্প্রতি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে অন্যান্য ফসলের সাথে আলু চাষেও ব্যাপক ক্ষতি হলেও রাজ্য সরকার ক্ষতিপূরণ ঘোষণা না করায়, চাষিদের মাথায় হাত পড়ার অবস্থা। মানিক শেখের এবার আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় তিনি মুষড়ে পড়েছিলেন। সম্ভবত তাঁর এই মর্মান্তিক মৃত্যুর পিছনে এটাই কারন হতে পরে।
দুই শিশু-সহ ছ’জনকে নিয়ে মানিকের সংসার। মানিক পৈতৃক বিঘা পাঁচেক জমির সঙ্গে ছ’সাত বিঘা জমি ভাগে নিয়ে আলু চাষ করে ছিলেন। মহাজনের কাছে ধার নিয়ে সার, বীজ-আলু কিনেছিলেন। ব্যাঙ্কে গয়না বন্ধক রেখে ৬০ হাজার টাকা ধার নেন। বৃষ্টিতে জমির সমস্ত আলু পচে যাওয়ার মানসিক ভাবে ভেঙে পড়েন।
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ব্লকের মধ্যে বড়ধামাস-সহ তিনটি পঞ্চায়েতের আলু চাষ সাম্প্রতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘চাষিদের সুবিধা দিতে রাজ্য সরকারের বহু প্রকল্প রয়েছে। তার প্রচার হচ্ছে। এই মৃত্যুর পিছনে অন্য কারণ থাকতে পারে।’’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.