নিজস্ব সংবাদদাতা: আজ শনিবার সিঙ্গুরের বাজেমেলিয়ার উজ্জ্বল সংঘের কাছে তাপসী মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাপসী মালিকের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না, তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও তাঁর স্ত্রী হরিপালের বিধায়ক করবী মান্না, এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গুর কৃষি আন্দোলনের নেতৃত্ব তথা হুগলি জিলা পরিষদের কৃষি দফতরের কর্মাধ্যক্ষ মানিক দাস, বাবু ঘোষ, দুধকুমার ধাড়া, দুখিরাম দাস, সিঙ্গুর নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধাড়া সহ সেইদিনের আন্দোলনের মা বোনেরা।পরে তাপসী মালিক ও রাজকুমার দুলুইয়ের মর্মর মূর্তিতে মালদানের পর তাপসী মালিকের বাবা ও মায়ের সঙ্গে তার বাড়িতে মিলিত হন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না।