Arambagh Times
কাউকে ছাড়ে না

ইলামবাজার, ১৪ ডিসেম্বর : ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আহত দুপক্ষের প্রায় ৮ জন। ঘটনাটি ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামের৷ পুলিশের সামনেই বাঁশ লাঠি নিয়ে দুপক্ষ সংঘর্ষ চলতে থাকে৷ মাঠের ধানও লুঠ করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দুপক্ষের ৬ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয়৷ এই অভিযোগ কয়েক দিন ধরেই ছিল৷ ছাগল চড়াতে গ্রামের মাঠে নিয়ে আসা হয়৷ সেই সময় ধান খেয়ে নেয় ছাগলে৷ এই অভিযোগে নৃপতি গ্রামের লোকজন এসে পাইকুনি গ্রামের লোকজনের কেটে রাখা ধান ট্রাক্টর বোঝাই করে নিয়ে চলে যায়৷ এই নিয়েই শুরু হয় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ৷ গ্রামের দ্বন্দ্ব রূপ নেয় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে৷ বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের লোকজন চড়াও হয় একে অপরের উপর৷ গ্রামের মাঠে চলতে থাকে সংঘর্ষ৷ খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশের সামনেই চলতে থাকে সংঘর্ষ। পরে আরও পুলিশ, কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়৷ মাথা ফেটে, পা-হাতে আঘাত লেগে দুপক্ষের ৮ জন আহত হয়৷ তাদের মধ্যে রক্তাক্ত অবস্থায় ৬ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা রয়েছে৷

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.