Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : কোতুলপুর বিডিও অফিসে রাতের অন্ধকারে গাড়িতে আগুন লাগিয়ে গ্রেফতার এক যুবক। যুবকটির দাবি তিনি নাকি যুগাবতার। ছশো বছর পর পর তাঁর আবির্ভাব। কখনোবা দাবি, তিনি “পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী”। তার কাছে নাকি “বিশ্ব অংকের ধৈর্যের” এক আজব আইন আছে, যাতে তিনি নাকি আগুন লাগাতে পারেন যেখানে খুশি। আর এই কারণেই নাকি সে কোতুলপুর বিডিও অফিসের গাড়িতে আগুন লাগিয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকে অফিসের সামনে থাকা গাড়ি। ভয়ঙ্কর কোনো বিপর্যয় ঘটে যেতে পারতো। বিডিও কৃষ্ণেন্দু ঘোষ, স্থানিয় তৃণমূল নেতা অচিন বায়েন সহ অনেকেই ছুটে আসেন। এইরকম একটি যুবক আগুন লাগিয়ে গ্রেপ্তার হলেও অনেকের মধ্যে প্রশ্ন, সম্ভবত যুবকটি মানসিক ভারসাম্যহীন। কারণ তার কথার মধ্যে বহু অসঙ্গতি আছে। বিডিও কৃষ্ণেন্দু ঘোষ দমকল ও কোতুলপুর থানায় খবর দেন। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত যুবক আগুন লাগানোর কথা নিজেই স্বীকার করেছেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.