Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : বালি থেকে পয়সা কামাবো , পঞ্চায়েতে টেন্ডার করা নিয়ে পয়সা কামাবো , ভাই তুমি পয়সা কামাও হজম করতে পারবে না । এ রকম ভাবেই দলীয় নেতৃত্বদের কড়া হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি । শনিবার পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাত্রসায়রে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বড়জোড়া বিধানসভার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্বদের কড়া হুশিয়ারি দিলেন । তিনি বলেন , বালিতে পয়সা কামাবে ভাই তুমি পয়সা কামাও কিন্তু হজম করতে পারবে না । এইরকম নেতাদের থেকে যারা বুথে রয়েছে যারা আমাদের বুথ কর্মী তারা আমাদের ভগবান । এছাড়াও তিনি বলেন , শুধু একা কামানোর ধান্দা করেছো যার জন্য এই লড়াই । বালির খাদানে অনেকের মাসোযারা রয়েছে ওগুলো আমি ভেঙে দেবো । কোন নেতা যদি অসৎ উপায়ে পয়সা নেয় আর সেটা যদি প্রমাণ হয় তাহলে তাকে নর্দমার জলে ফেলে দিন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দলীয় নেতাদের দূর্নীতি মুক্ত করার কথা বলেন। সেখানে কি এখনো কিছু দলীয় নেতা দুর্নীতিগ্রস্ত আছেন? যার জন্যই জেলা সভাপতির এই হুঁশিয়ারি?

এদিনের এই কর্মী সম্মেলনে বিধায়কের এই ঝাঁজালো বক্তব্য আগামী দিনে কতটা দলীয় নেতৃত্বদের সংযত করবে তা সময় বলবে । এদিনের কর্মী সম্মেলনে অলোক মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত , আই এন টি ইউ সি এর সভাপতি সোমনাথ মুখার্জী , মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সঙ্গীতা মালিক , পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.