নিজস্ব প্রতিনিধি : বইপ্রেমীদের জন্য সুখবর। আর মোবাইল মুখী নব প্রজন্মকে ফের বইমুখো করতে সরকারী উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরনায় বাংলার ঐতিহ্য, বিকাশ ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে ও বাংলা ভাষার প্রসার বৃদ্ধি করতে , কোভিড বিধি মেনে ও সরকারী নির্দেশকে মান্যতা দিয়ে 35তম হুগলি জেলা গ্রন্থমেলা হতে চলেছে চন্দননগরে। গ্রন্থমেলার উদ্যোক্তা রাজ্যের গ্রন্থাগার পরিসেবা ও জনশিক্ষা প্রসার দপ্তর। পরিচালনায় হুগলি জেলা গ্রন্থাগার কৃত্যক। ব্যবস্থাপনায় হুগলি জেলা গ্রন্থমেলা কমিটি। সহযোগিতায় চন্দননগর পৌর নিগম। মেলার প্রধান পৃষ্ঠপোষক চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। আগামী 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 35তম গ্রন্থমেলা চলবে চন্দননগর পৌর নিগম সংলগ্ন মেরী পার্ক এ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। মেলায় প্রবেশ করতে কোন টিকিট কাটতে হবে না। 20 তারিখ দুপুরে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা প্রখ্যাত সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুরীর। এবারের মেলায় থাকছে 70 টি বই ও প্রকাশকদের স্টল। লিটিল ম্যাগাজিন এর জন্যও নির্দিষ্ট টেবিল থাকছে। বই এর পাশাপাশি থাকছে নানা সুখাদ্যের আয়োজন। তার জন্য আলাদা করে ফুড কোর্ট করা হচ্ছে। মেলা প্রাঙ্গণের সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন ই থাকবে স্থানীয় ও কলকাতার শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।