Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : আন্দামান দ্বীপপুঞ্জে তৈরী হওয়া গভীর নিম্নচাপ ঘুর্নিঝড়ে পরিনত হয়ে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকুলীয় এলাকায় ৫ ডিসেম্বরের মধ্যে পৌঁছবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। ৪ ডিসেম্বর থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এই ঘুর্নিঝড়ের নাম জাওয়াদ। সৌদি আরব এই নামকরণ করেছে। ইয়াস এর দাগ এখনও শুকায়নি সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায়, এবার আবার জাওয়াদ এর ভ্রুকুটি। এদিকে এখনও পর্যন্ত সতর্ক বার্তা জারি করা হলেও বহু জায়গায় ধান ক্ষেত থেকে ধান তুলে নেওয়া সম্ভব হয়নি। আলু বীজ বপন করা হয়েছে তার কি পরিনাম হবে সে নিয়েও দুশ্চিন্তায় চাষীরা। কারণ, আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অতি ভারী বৃষ্টি হলে সমুদ্র উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, মাঠে ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই মৎস চাষীদের সমুদ্রে মাছ না ধরতে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পর্যটকদের সমুদ্র সৈকতে না যাওয়ার ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.