Arambagh Times
কাউকে ছাড়ে না

দেবারতি চ্যাটার্জী: আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আঞ্চলিক গবেষক, প্রাবন্ধিক বিজয়কৃষ্ণ ঘোষ মহাশয় আজ ভোর ৩-৩০ মিনিটে অমৃত লোকে যাত্রা করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। দুদুবার ক্যানসারকে জয় করলেও তৃতীয় বার ক্যানসারে আক্রান্ত হয়ে মনের জোরে এগিয়ে চললেও এবার আর শেষ রক্ষা হলো না। আজীবন মাথা উঁচু করে এগিয়ে যাওয়া অসিম ব্যাক্তিত্বের অধিকারী মৃত্যুর কাছে হেরে গেলেন। অসুস্থ অবস্থাতেও তাঁর পড়াশুনা, ফোনে আলোচনা পর্যালোচনা থেমে থাকেনি। আরামবাগে শিক্ষার আলোর দিশারী ডাঃ রাধাকৃষ্ণ পালের জন্ম মৃত্যু বার্ষিকী পালনে তাঁর উদ্যোগ, তাঁর পরিচালনা হয়তো থেমেই যাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কোনো দিনই আরামবাগের মহকুমা শাসক ছিলেন না এবিষয়ে তাঁর গবেষণালব্ধ বই প্রকাশ হয়েছে, যা প্রামাণ্য দলিল হিসেবে থেকে গেলো। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়কে সার্বিক ভাবে উন্নিত করে ছিলেন। শৃঙ্খলাপরায়ন, ধুতি পাঞ্জাবিতে আপাদমস্তক বাঙালি, সুগম্ভীর কন্ঠস্বরের অধিকারী, সুবাঙ্মী, সদা হাস্যোজ্জ্বল বিজয়কৃষ্ণ ঘোষ মহাশয় বরাবরই ব্যাতিক্রমি ছিলেন। তাঁর পরিবারের সকলের প্রতি আরামবাগ টাইমস্ এর পক্ষ থেকে রইলো গভীর সমবেদনা। স্যারের বিদেহী আত্মার প্রতি রইলো প্রনাম ও শ্রদ্ধা

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.